অবৈধভাবে বালু উত্তোলন, ১০ ড্রেজার মেশিন ধ্বংস

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-09-01 23:43:42

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদীসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এমন ৬টি স্থানে অভিযান চালিয়ে ১০টি ড্রেজার
মেশিন ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামকৃষ্ণ বর্মণ।

এ অভিযান চলাকালে উপজেলার করতোয়া নদীর খলসী, কাইয়াগঞ্জ, চক রহিমাপুরসহ ৬টি স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হয়। এ সময় ১০টি ড্রেজার জব্দ করার পর তা ভেঙে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামকৃষ্ণ বর্মণ বার্তা২৪.কমকে জানান, ঘটনাস্থলে বালু উত্তোলনকারীদের না পাওয়ায় আটক কিংবা জরিমানা করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, চলমান অভিযানে গত ৩ দিনে মোট ২৬টি বালু তোলার ড্রেজার মেশিন জব্দ ও ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর