হবিগঞ্জে উপজেলা ছাত্রলীগ সভাপতিকে ইয়াবাসহ গ্রেফতার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ | 2023-08-22 20:55:13

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। আটক মামুন বানিয়াচং উপজেলার পূর্ব তোপখানার নানু মিয়া মাস্টারের ছেলে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শেখ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে বানিয়াচং বড় বাজারের একটি ফার্নিচারের দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে মামুনকে ৩শ’ পিস ইয়াবাসহ আটক করা হয়।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর