মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম- এর মৃত্যুতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোকবাণী জানানো হয়।
বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, অধ্যাপক মুনতাসীর মামুন, সাংবাদিক শাহরিয়ার কবির, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, লেখক সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী, কথাশিল্পী হাসান আজিজুল হক, শহীদ জায়া সালমা হকসহ সংগঠনের নেতাকর্মীদের পক্ষে এ শোক বাণী জানান।
এতে বলা হয়, ‘১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদানকারী তার প্রধান সহযোদ্ধাদের নৃশংস হত্যাকাণ্ডের পর পাকিস্তানপন্থী সামরিক শাসকরা অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশের রাজনীতি ও সমাজ যেভাবে মৌলবাদীকরণ, সাম্প্রদায়িকীকরণ ও দুর্বৃত্তায়ন করেছে তার বিরুদ্ধে নাগরিক সমাজের আন্দোলনে জেনারেল দত্ত ছিলেন একজন পুরোগামী নেতা। বিশেষভাবে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সংবিধান প্রদত্ত অধিকার ও মর্যাদা রক্ষার আন্দোলনে তার অসামান্য সাহসী অবস্থান সব সময় আমাদের প্রেরণা জোগাবে।
বিজ্ঞপ্তিতে মহান মুক্তিযোদ্ধা জেনারেল দত্তের শোকসন্তপ্ত পরিবার এবং তার আন্দোলনের সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করা হয়।