সারা দেশে প্রথমবারের মতো ডেন্টাল শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক উৎসব

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 06:32:40

বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন, ঢাকা ডেন্টাল কলেজ ডিবেটিং ও কুইজ সোসাইটির যৌথ উদ্যোগে প্রথমবারের মতো সারা দেশের ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন হতে যাচ্ছে, ‘পেপসোডেন্ট এনডিএফ বিডি-ডিডিসি ডিকিউএস জাতীয় ডেন্টাল ভার্চুয়াল বিতর্ক উৎসব-২০২০’।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

‘যুক্তির আলোকে আজ হোক সংকীর্ণতার অবসান,‌‌ ‌‌দৃঢ় কন্ঠে ঘোষণা করি সীমাহীন পৃথিবীর জয়গান’ স্লোগানকে সামনে রেখে উক্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে অনলাইনে আগামী ২৯, ৩০ ও ৩১ আগস্ট।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মুহূর্তে বিশ্ববাসী পার করছে চরম সংকটময় সময়। বৈশ্বিক মহামারিতে রূপ নিয়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের কারণে প্রায় অচল হয়ে গেছে ধরিত্রী।বিপর্যস্ত হয়ে পড়েছে মানসিক স্বাস্থ্য। কিন্তু জীবন কখনো থেমে থাকে না। করোনা যেহেতু সহসা আমাদের ছেড়ে যাবে না, তাই এটাকে সাথে নিয়েই আমাদের শুরু করতে হবে স্বাভাবিক জীবন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সকল ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের নিয়ে মুক্তবুদ্ধির চর্চা ও নবচেতনার উন্মেষ ঘটাতে ইতিহাসে প্রথমবারের মতো সর্ববৃহৎ ভার্চুয়াল এই আয়োজন।

ভার্চুয়াল এই আয়োজনে সারাদেশ থেকে ৩০টি বিতর্ক টিম উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

এ সম্পর্কিত আরও খবর