ফের স্থগিত ট্রেনের কেবিনে চাদর, কম্বল ও বালিশ সরবরাহ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 16:16:24

আগামী ৫ সেপ্টেম্বর থেকে রাত্রিকালীন উচ্চশ্রেণীর যাত্রীদের জন্য ট্রেনের ভেতর চাদর, কম্বল ও বালিশ সরবরাহ করা হবে বলে ২৫ আগস্ট বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা ফের স্থগিত করেছে রেল কর্তৃপক্ষ।

বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ রেলওয়ে উপ-পরিচালক ট্রাফিক ট্রান্সপোর্টেশন মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর রাত্রিকালীন উচ্চশ্রেণীর যাত্রীদের জন্য ট্রেনের ভেতর চাদর-কম্বল এবং বালিশ সরবরাহ করা হবে না। এই লক্ষ্যে বিদ্যমান বেডিং চার্জ টিকিটের মূল্যে হতে বাদ দিতে হবে।

এদিকে, বর্তমানেও স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে ট্রেনের ভেতরে এই সার্ভিস বন্ধ ছিলো।

উল্লেখ্য, এখন মোট ৩০ জোড়া, অর্থাৎ ৬০ টি ট্রেন চলাচল করছে বিভিন্ন রুটে। আগামী ২৭ শে আগস্ট থেকে ১৮ জোড়া এবং আগামী ৫ সেপ্টেম্বর ১৯ জোড়া ট্রেন রেলের বহরে যুক্ত হলে সব মিলিয়ে চলাচল করা ট্রেনের সংখ্যা দাড়াবে ৬৭ জোড়া অর্থাৎ ১৩৪ টি।

এ সম্পর্কিত আরও খবর