২২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-18 08:25:14

বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে ২২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়। এর আগে বুধবার সকাল ১০টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ছিল।

বিষয়টি নিশ্চিত করে পাটুরিয়া লঞ্চঘাট সুপারভাইজার পান্না লাল নন্দী বার্তা২৪.কমকে জানান, বৃহস্পতিবার সকাল থেকে পদ্মা নদী এলাকায় আবহাওয়া স্বাভাবিক রয়েছে। তাই লঞ্চ চলাচল শুরু করা হয়। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী পারাপারে ছোট বড় মিলে ১৮টি লঞ্চ রয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর