জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 23:50:56

পঁচাত্তরের ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডে জড়িত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) হাইকোর্ট কদম ফোয়ারা মোড়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

ভয়াল ওইদিনের কথা স্মরণ করে বক্তারা বলেন, ১৫ আগস্টে বর্বরোচিত এই হত্যাকাণ্ডে সরাসরি খলনায়কের ভূমিকায় ছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারে রায়ে আসামিদের ফাঁসির রায় হলেও মূল পরিকল্পনাকারী চিহ্নিত হয়নি।

বক্তারা আরও বলেন, ইতিহাসের নৃশংসতা এ ঘটনার মামলাটি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা হয়েছে। আদেশ দেয়া হয়েছে যা আমরা মেনে নিতে পারি না। এর জন্য মামলাটির পূর্ণ তদন্ত করে জাতির পিতার হত্যার খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি জানাচ্ছি।

মানববন্ধন কর্মসূচিতে আওয়ামী লীগ নেতা ওমর আলীর সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা হাজী হাফিজ, আতিকুর রহমান স্বপন, যুবলীগ নেতা বাবু ভুইয়া, মোখলেসুর রহমান রোমেল, ছাত্রলীগ নেতা মিরাজ হোসেন, স্বেচ্ছাসেকলীগ নেতা বশির উদ্দিন সুমন, একতা উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক সাজেদ ব্যাপারী, হানিফ স্মৃতি সংসদের সভাপতি মো. মানিক, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুমসহ মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা হাবিবুল ইসলাম সুমনের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মো. কৌশিক আহমেদ সোহেল, মো. সাদেক মিঠু, শাহাদাত হোসেন মিকো প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর