জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে বৃক্ষ রোপন কর্মসূচী হাতে নিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের বাংটুর ঘাট এলাকায় এ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের উত্তারাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, রংপুর অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস শহীদ, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আরিফুল ইসলাম, কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু প্রমুখ।
এ কর্মসূচীর আওতায় কুড়িগ্রাম জেলার সদর, উলিপুর ও চিলমারী উপজেলায় বিভিন্ন প্রজাতির ১৫ হাজার গাছের চারা রোপন করা হবে।
এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম জানান, জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সারাদেশে ১০ লাখ গাছের চারা রোপন করা হবে। ইতিমধ্যে সাড়ে ৩ লাখ চারা রোপন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকী চারা রোপন করা হবে।