আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 07:09:25

করোনাকালে বাড়ানো ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার করে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন ও দূরপাল্লার বাস।

বর্ধিত ভাড়া উঠে যাওয়ার ফলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে না। সেই সাথে ৫০ শতাংশ আসন ফাঁকা রাখার বাধ্যবাধকতাও উঠে যাচ্ছে।

এর আগে শনিবার (২৯ আগস্ট) জনস্বার্থে ও বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্ত সাপেক্ষে গণপরিবহনের পুরোনো ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

যাত্রী পরিবহনে সরকার অনুমোদিত শর্তগুলো হলো:

>আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না।

>গণপরিবহনে যাত্রীদের সুপারভাইজার/কন্ডাক্টর/হেল্পার, টিকিট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিতদের মাস্ক পরিধান বা ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তাদের হাত ধোঁয়ার জন্য পর্যাপ্ত সাবান পানি হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

>যাত্রা শুরু এবং শেষ বাস-মিনিমাইজগুলো পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা আর করতে হবে।

>গণপরিবহনে স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি মেনে চলতে হবে।

এ সম্পর্কিত আরও খবর