ভ্রমণের আলোচনা আড্ডা আবৃত্তি গান লাইভ শো- ট্রাভেলটকে আজ যুক্ত হচ্ছেন সরকারের সাবেক চার সচিব।
আজকের বিষয়- সরকারি ভ্রমণ, দরকারি ভ্রমণ। প্রযোজনা বার্তা২৪.কম ও ভ্রমণগদ্য। উপস্থাপনা পরিচালনা সাংবাদিক পরিব্রাজক মাহমুদ হাফিজ। লাইভ ওয়েবকাস্ট আজ বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায়। চোখ রাখুন বার্তা২৪.কম ও ভ্রমণগদ্য এর ফেসবুক পাতায়।
উচ্চতর প্রশিক্ষণে কিংবা সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা থেকে শুরু করে নানাস্তরের কর্মকর্তারা প্রায়শ: বিদেশ ভ্রমণ করে থাকেন। সরকারি অর্থে এই ভ্রমণ অনুষ্ঠিত হয়। এ ভ্রমণের লক্ষ্য এর শিক্ষণীয় দিক জাতীয় ক্ষেত্রে প্রয়োগ করা। বিদেশের উন্নত ব্যবস্থা, প্রযুক্তি ইত্যাদি সরেজমিন দেখে এসে তা দেশে বাস্তবায়ন করা। তবে সরকারি অর্থে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে গণমাধ্যমে প্রায়শ: সমালোচনাও প্রকাশিত হতে দেখা গেছে। অভিযোগ ওঠে, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিদেশ ভ্রমণের আয়োজন তা প্রায়শ: ব্যাহত হয়। অংশগ্রহণকারীদের অনেকে আত্মীয়তা রক্ষা কিংবা শপিং করে দেশে ফিরে আসেন। প্র্রশাসনের শীর্ষস্তর সচিব পদের কর্মকর্তারা বিষয়টিকে কিভাবে দেখেন, কিংবা তাদের ব্যক্তিগত ভ্রমণ অভিজ্ঞতা! এসব নিয়ে আজকের আলোচনা।
আজ যুক্ত হচ্ছেন স্বনামখ্যাত সাবেক সচিব ও রাজনীতি বিশ্লেষক আবু আলম মো. শহীদ খান, সাবেক সচিব ও কবি কাজী আখতার হোসেন, সাবেক সিনিয়র সচিব ও ভ্রমণলেখক কাজী শফিকুল আযম, সাবেক সচিব, বিশ্বব্যাংকের উপদেষ্টা, লেখক-ছড়াকার ফারুক হোসেন প্রমুখ। সূচনা সঙ্গীতে কবি সাংবাদিক হাসান মাহমুদ।
প্রচারিত হবে আজ রাত সাড়ে ৮টায়। চোখ রাখুন। লিংক- Facebook.com/Barta24news Facebook.com/Bhromongoddya