সুইজারল্যান্ডে পার্লামেন্ট নির্বাচনে এমপি পদে লড়ছেন আনোয়ার হোসেন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-28 06:19:05

কুমিল্লার লাকসাম পৌর শহরের ফাতেহপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন। তিনি দীর্ঘদিন ধরে সুইজারল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করছেন। বাংলাদেশের নাগরিক দামারিস আনোয়ার হোসেন এবার সুইজারল্যান্ডের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে প্রথম মুসলিম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন ২৫ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি ব্যাসেল সিটি থেকে সিভিপি পার্টির মনোনীত এমপি প্রার্থী।

আনোয়ার হোসেনের ফাতেহপুর গ্রামের মৃত রঙ্গু মিয়ার সন্তান। ছোট বেলা থেকেই রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেন তিনি। পরিবার সূত্র জানায়, সুইজারল্যান্ডের স্থায়ী বাসিন্দা আনোয়ার হোসেন সেখানকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এমবিএ ডিগ্রীধারী আনোয়ার ব্যক্তিগত জীবনে দুই কন্যা সন্তানের জনক।

দামারিস আনোয়ার হোসেন জানান, তার শ্বশুর-শাশুড়ি দু’জনই সুইজারল্যান্ডের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। তারা দীর্ঘদিন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক পরিবারের জামাই হিসেবে তিনিও রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে এমপি পদে লড়ছেন তিনি। তিনি নির্বাচনে জয়ী হতে দেশের মানুষের দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, পৃথিবীর অন্যতম শান্তিপ্রিয় ও সমৃদ্ধশালী রাষ্ট্র সুইজারল্যান্ড আয়তনের বিচারে বিশ্বের ১৩২তম দেশ। ইউরোপের হার্ট হিসেবে খ্যাত এই রাষ্ট্রটিতে প্রতি ৪ বছর পর পর পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে ১১০জন সংসদ সদস্যের মেজোরোটিতে সরকার গঠিত হয়। ৪টি রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে পর্যায়ক্রমে সরকার পরিচালনার দায়িত্ব পালন করে। সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিবছর ১ জানুয়ারি তাদের রাষ্ট্রপতি পরিবর্তন হয়। চার দলের ঐক্যমতের ভিত্তিতে গঠিত মন্ত্রীপরিষদের ১ জন সদস্য এক বছরের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এ সম্পর্কিত আরও খবর