বিদেশ থেকে ভোট দিতে মার্কিন নাগরিকদের নিবন্ধনে আহ্বান

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 01:27:27

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করার জন্য আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের সময় নিকটবর্তী হয়ে এসেছে। বিদেশে ভোট দেওয়ার জন্য নিবদ্ধকরণ সম্পর্কে প্রশ্ন থেকে থাকলে, আমেরিকান নাগরিকরা, এ ওয়েবসাইট দেখতে পারেন https://bd.usembassy.gov/u-s-citizen-services/voting/।

এছাড়াও দূতাবাসের ভোট সহায়তাকারী অফিসারের সাথে যোগাযোগ করতে (৮৮) (০২) ৫৫৬৬-২০০০ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। অথবা ইমেইল করা যাবে VoteDhaka@state.gov এই ঠিকানায়। তথ্য জানতে দূতাবাসের যেকোনো কর্ম দিবসে, ছুটির দিন ব্যতীত অর্থাৎ রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা বিকেল সাড়ে ৪টার মধ্যে যোগাযোগ করতে হবে।

এ সম্পর্কিত আরও খবর