গাইবান্ধার প্রত্যেক ইউএনও’র বাসভবনে আনসার সদস্য মোতায়েন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-31 13:05:21

গাইবান্ধার ৭টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিরাপত্তা নিশ্চিত করতে তাদের প্রত্যেকের বাসভবনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এরপর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক একেএম জিয়াউল আলম স্বাক্ষরিত এক পত্রে গাইবান্ধা জেলা কমান্ড্যান্টকে ইউএনও’দের বাসভবনের সামনে আনসার সদস্য মোতায়েনের এ নির্দেশ দেওয়া হয়।

এরই প্রেক্ষিতে শুক্রবার থেকে গাইবান্ধার প্রত্যেক ইউএনও’র বাসভবনে ৪ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

গাইবান্ধা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট তৌহিদ উজ্জামান এ তথ্য নিশ্চিত করে বার্তা২৪.কমকে বলেন, প্রত্যেক ইউএনও’র সরকারি বাসভবনে ৪ জন করে আনসার সদস্য দেওয়া হয়েছে। এর মধ্যে একজন পিসি ও তিনজন সদস্য এই দায়িত্ব পালন করবেন।

এ সম্পর্কিত আরও খবর