আবু ওসমান চৌধুরীকে চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে বাঙালি জাতি

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 04:13:42

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টরের কমান্ডার এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শনিবার (৫ সেপ্টেম্বর) এক শোকবার্তায় শিল্পমন্ত্রী বলেন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর মতো একজন বীর যোদ্ধার মৃত্যুতে জাতির যে ক্ষতি হলো, তা সহজে পূরণ হবার নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে তার অসামান্য অবদানের কথা বাঙালি জাতি চিরকাল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

শিল্পমন্ত্রী সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবু ওসমান চৌধুরী।

আরও পড়ুন: চলে গেলেন সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী

এ সম্পর্কিত আরও খবর