শিক্ষার্থীদের কিছুদিন ধৈর্য ধরার আহ্বান কাদেরের

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 16:51:30

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের শিক্ষামন্ত্রী দীপু মনি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবেশ অনুকূল হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা আমাদের ভবিষ্যতের নাগরিক, ভবিষ্যতের নেতা। কাজেই এদের ভবিষ্যতের দিকেও আমাদের চিন্তাভাবনা আছে। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।’

শনিবার (৫ সেপ্টেম্বর) ময়মনসিংহের ত্রিশালে জাতীয় শোক দিবস উপলক্ষে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু: বাঙালির চেতনার বাতিঘর, শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় নিজের সরকারি বাসভবন থেকে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, ‘ইতোমধ্যে বিভিন্ন দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। যেমন ভিয়েতনাম, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এক সময় ভেবেছিল তারা করোনা মুক্ত হয়ে গেছে। কিন্তু দ্বিতীয় ঢেউ সেই সব দেশে শুরু হয়ে গেছে। আমাদের সচেতনতা বাড়াতে হবে। অবহেলা শৈথিল্য জীবন যুদ্ধে হারিযে দিতে পারে। সংক্রমণ মুক্ত থাকতে আমরা সর্বোচ্চ সচেতন থাকব।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি থাকবে, থাকাই স্বাভাবিক। কিন্তু ছাত্র রাজনীতি আর শিক্ষক রাজনীতির ধরন, আকার, প্রকারে ভিন্নতা রয়েছে। রাজনীতি চর্চার সংস্কৃতিতেও ভিন্নতা ও স্বতন্ত্রতা রয়েছে। এই স্বতন্ত্রতা যেন বজায় থাকে সেদিকে সবাই সচেতন থাকবেন। শিক্ষকদের শিক্ষকতাই প্রধান কাজ, কোনো অবস্থাতেই বিশ্ববিদ্যালয়ে দলীয়করণ করবেন না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, `আমাদের সমাজ ব্যবস্থায় বিভিন্ন ক্ষেত্রে অলঙ্ঘনীয়তার দেয়াল উঠে গেছে। বিশেষত ১৯৭৫ এর খুনিদের পুরস্কৃত করা এবং পুনর্বাসিত করার মধ্য দিয়ে আমাদের রাজনীতিতে সম্পর্কের অলঙ্ঘনীয়তার দেয়াল উঠেছে। ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার মধ্য দিয়ে আমাদের রাজনীতিতে এই অলঙ্ঘনীয়তার দেয়াল আরও উঁচু হয়েছে।’

তিনি বলেন,‘সমাজ ব্যবস্থায় বিভিন্ন ক্ষেত্রে বিভেদের রাজনীতি, দোষারোপের রাজনীতি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, তাতে শুধু দেয়াল আর দেয়াল। আমরা বিভেদের দেয়াল চাই না, চাই সোহার্দ্যের সম্প্রতির সেতুবন্ধন। বিভেদ আমাদের পিছিয়ে দেবে, আর সম্প্রতি এগিয়ে নেবে অর্জনের সোনালি দিগন্তে।’

এ সম্পর্কিত আরও খবর