বগুড়ায় ৩৮ বিএনপি নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বগুড়া | 2023-08-25 17:32:10

বগুড়ায় নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ মামলায় বিএনপির ৩৮ জন নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আছমা আহম্মেদ এই আদেশ দেন।

জানা গেছে, ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে ২২ ডিসেম্বর রাত সোয়া ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার চৌকির ঘাট নামক স্থানে জাতীয় পার্টির প্রার্থীর নাঙ্গল মার্কার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করে বিএনপির নেতাকর্মীরা।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা এতদিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাছেদ বার্তা২৪.কমকে বলেন, ওই মামলায় পুলিশ ৩৮ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। রোববার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমআর ইসলাম স্বাধীনসহ আসামিরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানী শেষে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ সম্পর্কিত আরও খবর