‘নাগরিকদের দুর্ভোগ লাঘবে কাজ করছে মসিক’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-24 17:51:53

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, ‘নগরের সকল নাগরিকের দুর্ভোগ লাঘবে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে মসিক। সবাইকে সঙ্গে নিয়ে আমরা ময়মনসিংহ সিটিকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলবো।’

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নগরীর বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মেয়র আরো বলেন, ‘ইতিমধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের নাগরিক সুবিধাসমূহ অধিকতর সহজ করার লক্ষ্যে তিনটি জোনে বিভক্তির প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ কর্তৃক অনুমোদন প্রদান করা হয়েছে। অতি স্বল্প সময়ের মধ্যেই অঞ্চলভিত্তিক কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ।’

এর আগে, সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ড ভিশন মেহগিনি মোড় থেকে এসপি’র বাসভবন হয়ে টাউনহল মোড় পর্যন্ত ৬৫০ মিটার আন্ডারগ্রাউন্ড পাইপ ড্রেন ও ফুট ওয়াকওয়ের উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।

এছাড়াও মেয়র কাঁচিঝুলি মোড় থেকে হামিদ উদ্দিন রোড হয়ে কলেজ রোড পর্যন্ত, কলেজ রোড রেল ক্রসিং থেকে সানকিপাড়া রেলক্রসিংয়ের দিকে ১ হাজার ১২৫ মিটার আরসিসি পাইপ ড্রেন, হামিদ উদ্দিন রোডে ৪৪০ মিটার আরসিসি রাস্তা এবং ২৮ নং ওয়ার্ডের চুকাইতলার বাবুল তরফদারের বাড়ি থেকে তুতা মিয়ার বড়ি পর্যন্ত রাস্তার দুই পাশে আরসিসি ড্রেনসহ আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় সিটির ওয়ার্ড কাউন্সিলর, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর