মানিকগঞ্জে পুলিশের উদ্যোগে মাদক নিরাময় কেন্দ্র হবে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-31 04:21:54

প্রত্যেক জেলায় একটি করে মাদক নিরাময় কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে পুলিশ। এর অংশ হিসেবে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঘিয়া এলাকার বিল চর পাকশিয়ায় মাদক নিরাময় কেন্দ্র নির্মাণ করা হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাঘিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে জেলা পুলিশ কার্যালয়ে বারবাড়িয়া থেকে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকা পর্যন্ত ১৬০টি সিসি ক্যামেরার উদ্বোধন করেন তিনি। এরপর মাদক নিরাময় কেন্দ্রের জায়গা পরিদর্শনে বিল চর পাকশিয়া এলাকায় যান।

মতবিনিময় সভায় পুলিশের মাদক নিরাময় কেন্দ্র নির্মাণের প্রকল্প পরিচালক পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার শহীদুল ইসলাম, মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের এবং মাদক নিরাময় কেন্দ্রের জন্য দানকৃত জমিদাতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ মাদক নিরাময় কেন্দ্র নির্মাণের জন্য এই এলাকার দুইটি পরিবার ৮২.০৫ শতাংশ জমি দান করেছেন।

এ সম্পর্কিত আরও খবর