ময়মনসিংহ বিভাগে স্বাভাবিক হলো বিদ্যুৎ সরবরাহ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-31 09:39:54

ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায় ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ট্রান্সফর্মারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর সাত ঘণ্টা পর ময়মনসিংহ বিভাগে স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পুরো বিভাগে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়। এর আগে দুপুর সোয়া ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পিডিবির ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন নেভানোর পরই পুড়ে যাওয়া ট্রান্সফর্মার সরিয়ে বিদ্যুৎ সচল করার জন্য প্রকৌশলী ও বিদ্যুৎকর্মীরা কাজ করেন। পরে সাড়ে ৪ ঘণ্টা পর জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এরপর সন্ধ্যা ৬টা থেকে ময়মনসিংহের বিভিন্ন উপজেলায়ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে। রাত সাড়ে ৮টার দিকে নগরীতেও বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।

উল্লেখ্য, দুপুর সোয়া ১টার দিকে ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায় অবস্থিত ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ট্রান্সফর্মারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বন্ধ হয়ে যায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সরবরাহ।

আরও পড়ুন: ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিডে আগুন, বিদ্যুৎহীন ৪ জেলা

এ সম্পর্কিত আরও খবর