বদলি আতংকে ইইডির আওয়ামীপন্থী প্রকৌশলী-কর্মকর্তারা

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 14:12:57

স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়। তাদের অনুসারীদেরই এখন সর্বত্র ভাল থাকার কথা। কিন্তু শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চলছে ব্যাক গিয়ারে। সেখানে কোণঠাসা আওয়ামী লীগপন্থী প্রকৌশলী ও কর্মকর্তারা। সুবিধার বদলে তাদের ভেতরে বদলির আতঙ্ক।

শুধু তাই নয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ের প্রায় ৬০ শতাংশ প্রকল্পের কাজই দুর্নীতিবাজ এবং বিএনপি-জামায়াতপন্থী প্রকৌশলীদের নিয়ন্ত্রণে। বিতর্কিত প্রকৌশলীরাও রয়েছে সুবিধাজনক স্থানে। সংস্থার প্রধান কার্যালয়ের ৩৮টি বিলাসবহুল গাড়ির ২৮টি বেহাত রয়েছে। ডিপ্লোমা প্রকৌশল সমিতির একজন বিতর্কিত নেতা চড়ছেন পাজেরো ব্র্যান্ডের গাড়িতে। অথচ মাঠ পর্যায়ের নির্বাহী প্রকৌশলীরা চড়ছেন লক্কড়-ঝক্কর গাড়িতে। এ নিয়ে ডিপ্লোমা ও ডিগ্রিধারী সিভিল ইঞ্জিনিয়ারদের মধ্যে বিরোধ চরমে। প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) বুলবুল আখতার কমিশন বাণিজ্য ও আধিপত্য টিকিয়ে রাখতে ডিপ্লোমা প্রকৌশলীদের পক্ষ নিয়েছেন। ইইডির এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সংস্থার নিজস্বসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ১৪টি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি খুবই কম। প্রকল্পের বাস্তবায়ন নিয়ে দু:চিন্তায় পরেছে মাউশি।

জানা গেছে, চলতি বছরের প্রথম দিকে একজন বিতর্কিত ও দু’জন বিএনপিপন্থী প্রকৌশলীকে ইইডি’র প্রধান কার্যালয়ে পদায়ন করা হয়েছে। আওয়ামীপন্থী একজনকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে সিলেটে। ঠিকাদারদের পরামর্শের ভিত্তিতে পঞ্চগড় থেকে বিএনপিন্থী একজনকে এবং ঝিনাইদহ থেকে অপর একজন প্রকৌশলীকে ঢাকায় পদায়ন করা হয়েছে। আর অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওবায়দুল ইসলামকে প্রায় কয়েকজন ঠিকাদারকে সঙ্গে নিয়ে ইইডিতে বৈঠক করতে দেখা যায়। তিনি নিজেকে প্রধান প্রকৌশলীর উপদেষ্টা পরিচয় দিচ্ছেন। বিএনপি-জামায়াতপন্থী এই তিন প্রকৌশলীর বেপরোয়া কর্মকাণ্ডে অস্থির সময় পাড় করছেন আওয়ামী পন্থী প্রকৌশলীরা।

বিএনপি-জামায়াতপন্থীদের দাপটে কোণঠাসা আওয়ামী লীগপন্থীরা এর পরিত্রাণ চেয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী পরিষদ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বরাবর একটি লিখিত আবেদন করেছেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা-কর্মচারী পরিষদের পক্ষে মো. খাদেমুল হক স্বাক্ষরিত ওই আবেদনে বলা হয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বর্তমান প্রধান প্রকৌশলী বুলবুল আখতারের নানাবিধ অপকর্ম এবং চরম দুর্নীতির কারণে অত্র দপ্তরের ভাবমূর্তির ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

আবেদনে আরো উল্লেখ করা হয় ইঞ্জিনিয়ার বুলবুল আখতারের আপন ছোট ভাই শাখাওয়াত হোসেন মানিক ১৯৯৪ সালে রাজশাহী সিটি কমিটি ইসলামী ছাত্রশিবিরের প্রাক্তন বায়তুল মাল সম্পাদক, বর্তমানে রাজশাহী জামায়াত ইসলামের রোকন রাজশাহীতে শিক্ষা বিভাগে সহকারি পরিদর্শক হিসেবে কর্মরত।

এসব বিষয়ে জানতে ইইডির প্রধান প্রকৌশলী বুলবুল আখতারের ফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পছন্দের তিন প্রকৌশলীর কাছেই ৬০ শতাংশ উন্নয়ন কাজ:

ইইডির প্রতিবেদন অনুযায়ী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান সবচেয়ে গুরুত্বপূর্ণ ২২টি উন্নয়ন প্রকল্পের দায়িত্বে আছেন। প্রকল্পগুলো হলো- ‘সুনামগঞ্জ জেলায় ৩টি বেসরকারি কলেজ উন্নয়ন’, ‘বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ’, ‘গোপালগঞ্জ, মাদারীপুর ও রাজবাড়ী জেলায় ৩টি বেসরকারি কলেজের অবকাঠামো উন্নয়ন’, ‘মিলিটারি কলেজিয়েট স্কুল, খুলনার অবকাঠামো উন্নয়ন’, ‘নোয়াখালী ও ফেনী জেলার ২টি সরকারি ও ১টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন’, ‘শেখ রাসেল উচ্চ বিদ্যালয়, সদর, গোপালগঞ্জ ও শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়’, ‘সূত্রাপুর, ঢাকা-এর অবকাঠামো উন্নয়ন’, ‘রাজস্ব খাতের অধীনে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার (৪৯৩১)’, ‘রাজস্ব খাতের অধীনে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার (৭০১৬)’, ‘রাজস্ব খাতের অধীনে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আসবাবপত্র সরবরাহ’, ‘সিলেট ও সুনামগঞ্জ জেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন’, ‘তিন পার্বত্য জেলায় বিদ্যমান মাধ্যমিক বিদ্যালয়ে আবাসিক ভবন নির্মাণ ও নতুন আবাসিক বিদ্যালয় স্থাপন’, ‘কলেজবিহীন ৫ উপজেলায় সরকারি কলেজ স্থাপন’, ‘১শটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন’, ‘নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন (১৮০০টি)’, ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন’, ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন’, ‘ঢাকা, মাদারীপুর ও রংপুর জেলায় ৩টি কলেজের উন্নয়ন’, ‘সরকারি কলেজ সমূহের বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ (২শটি)’, ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উর্ধ্বমুখী সম্প্রসারণ’, ‘সদর দফতর ও জেলা কার্যালয় স্থাপনের মাধ্যমে ইইডি শক্তিশালীকরণ’, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন’ এবং ‘উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (২য় পর্যায়)’ প্রকল্প।

অপর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমীর কুমার রজক দাসের কাছে কব্জায় রয়েছে ২৭টি প্রকল্প। এই প্রকল্পগুলো হলো- ‘কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সক্ষমতা বৃদ্ধি’, ‘সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন’, ‘বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষার উন্নয়ন’, ‘কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই ডিগ্রি কলেজের অবকাঠামো উন্নয়ন’, ‘৯টি সরকারি কলেজ স্থাপন’, ‘অধিক সংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিদ্যমান পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের অবকাঠামো উন্নয়ন’, ‘উপকূলীয় এলাকায় ভোলা জেলার তজুমউদ্দিন উপজেলায় নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে জলবায়ু প্রভাব সহিঞ্চু অবকাঠামো নির্মাণ’, ‘ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন কুতিকুড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে জলবায়ু প্রভাব সহিঞ্চু অবকাঠামো নির্মাণ’, ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন’, ‘পাইকগাছা কৃষি কলেজ স্থাপন’, ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের ভৌত অবকাঠামো উন্নয়ন’, ‘তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন’, ‘শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জেলা সদরে অবস্থিত সরকারি পোস্টগ্রাজুয়েট কলেজসমূহের উন্নয়ন’, ‘বাংলাদেশ টেক্সটাইল বিশ^বিদ্যালয় স্থাপন’, ‘জাতীয় বিশ^বিদ্যালয়ের ৩টি আঞ্চলিক অফিস স্থাপন’, ‘মালিগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লার উন্নয়ন’, ‘কিশোরগঞ্জ জেলার হাওর এলাকার নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’, ‘হাওর এলাকার নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন’, ‘ঢাকা শহরের সন্নিকটবর্তী ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন’, ‘নির্বাচিত ৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন’, ‘সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম’, ‘ন্যাশনাল একাডেমিক ফর অটিজম অ্যান্ড নিওরো ডেভেলপমেন্ট ডিসএ্যাবিলিটি’, ‘২৩টি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন’, ‘চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে ১টি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন’ এবং ‘টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট লি. এর আওতাধীন ভারতেশ্বরী হোমসের উন্নয়ন’ প্রকল্প।

নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলামের তত্ত্বাবধানে রয়েছে ছয়টি প্রকল্প ও একটি সংস্থা। এই ছয় প্রকল্প হলো- ‘২৩টি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন’, ‘চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে ১টি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন’, ‘টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট লি. এর আওতাধীন ভারতেশ্বরী হোমসের প্রকল্প’, ‘মাদারীপুর জেলার সদর উপজেলার সৈয়দ আবুল হোসেন কলেজের অবকাঠামো উন্নয়ন’ এবং ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ’ প্রকল্প। পাশাপাশি আইএমইডি’র ইইডি’র কার্যক্রম সমন্বয় করেন রফিকুল ইসলাম।

ইইডি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান। এর প্রধান কার্যালয় ঢাকায় শিক্ষা ভবনে [২য় ব্লক (৯ম তলা), ১৬, আব্দুল গণি রোড] অবস্থিত। সারাদেশে ইইডি’র ৬৫টি জোনাল অফিস রয়েছে। প্রতিটি জোনে একজন নির্বাহী প্রকৌশলী অফিস প্রধানের দায়িত্ব পালন করেন। প্রধান কার্যালয়সহ জোনাল অফিসগুলোতে (আঞ্চলিক কার্যালয়) একজন প্রধান প্রকৌশলীর নেতৃত্বে বর্তমানে মোট ১০ জন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ৩৯ জন নির্বাহী প্রকৌশলী এবং চার শতাধিক ডিপ্লোমা প্রকৌশলী রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর