বৃহস্পতিবার বাংলাদেশ সফরে আসছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-18 15:42:32

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো উন্নত করতে আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সফরে আসছেন হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী পিটার সিজিজ্জার্তি। এদিন ভোরে তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

এ সফরে বাংলাদেশ ও হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

সফরকালে পিটার সিজিজ্জার্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং ৭৫ সালে নির্মমভাবে নিহত হওয়া জাতির পিতা এবং তাঁর পরিবারের সদস্যদের স্মৃতি শ্রদ্ধা জানাবেন। পরে তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সাথে সাক্ষাৎ করবেন।

এরপর দুই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করবেন। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে দুটিরও বেশি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। এদিন সন্ধ্যায়ই তিনি ত্যাগ করবেন।

এ সম্পর্কিত আরও খবর