'ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই' শ্লোগানে উত্তাল কুতুবদিয়ার উত্তর ধূরুং ভাঙা বেড়িবাঁধ পার্শ্ববর্তী এলাকা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে শত-শত মানুষ বিভিন্ন দাবি সম্মিলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে হাজির হোন মানববন্ধনে।
মানববন্ধনে শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, বেড়িবাঁধ না থাকায় চরম কষ্টে দিনাতিপাত করছে কুতুবদিয়ার লক্ষাধিক মানুষ। সরকারের বারবার বরাদ্দ থাকলেও কতিপয় দুর্নীতিবাজ ঠিকাদারের লোক দেখানো কাজ ও গাফিলতির কারণে বর্ষা আসলে আবারো পানি বন্দী থাকতে হয়। সঠিক সময়েও বরাদ্দের যথাযথ ব্যয় করা হলে একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ সম্ভব। কিন্তু কোনো অদৃশ্য কারণে বারবার দ্বীপবাসী বঞ্চিত হয়ে আসছে টেকসই বেড়িবাঁধ থেকে। এ 'অদৃশ্য ভূত' থেকে দ্বীপবাসীকে রক্ষা করতে হবে। তাই সেনাবাহিনীর মাধ্যমে কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করে দ্বীপবাসী।
জলবায়ু ও পরিবেশ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন 'উই ক্যান'র আয়োজনে ও কুতুবদিয়া নাগরিক পরিষদের সহযোগিতায় বেড়িবাঁধ সংস্কারের দাবিতে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ভাঙ্গা বেড়িবাঁধ এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে সাধারণ মানুষের পাশাপাশি এনজিও সংস্থা ইপসা, আমরা কুতুবদিয়াবাসী, স্টুডেন্ট ইউনিফিকেশন ও কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে নেতাকর্মীর অংশ গ্রহণ করেন।