ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে খানাখন্দ, পরিবহন চলাচলে ধীরগতি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-08-07 23:26:38

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের মির্জাপু‌রের গোড়াই থেকে স্কয়ার মোড় পর্যন্ত সড়‌কে গর্ত ও খানাখ‌ন্দের কারণে প‌রিবহ‌ন চলাচলে ধীরগ‌তি র‌য়ে‌ছে। মা‌ঝে মা‌ঝে প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে যাওয়ায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌চ্ছে।

বৃহস্প‌তিবার (১০ সে‌প্টেম্বর) গভীর রাত হ‌তে শুক্রবার বি‌কেল এ প্রতিবেদন লেখা পর্যন্ত একই অবস্থা দেখা গেছে। ত‌বে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে সন্ধ‌্যার পর প‌রিবহন চলাচল স্বাভা‌বিক হ‌বে।

এর আ‌গে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরের ধেরুয়া রেলক্রসিং থেকে ক্যাডেট কলেজ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার উভয়পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ছবিঃ বার্তা২৪.কম

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বার্তা২৪.কম‌কে ব‌লেন, ভারী বর্ষণের কার‌ণে মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়ক বিভাগ সড়‌কে সংস্কার কাজ কর‌ছে। সন্ধ‌্যার আ‌গেই মহাসড়‌কে যানচলাচল স্বাভা‌বিক হ‌বে।

এ সম্পর্কিত আরও খবর