ফুটপাতে রাখা অবৈধ সামগ্রী নিলামে বিক্রি করল ডিএনসিসি

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-14 15:34:17

ফুটপাত ও সড়কে অবৈধভাবে রাখা সামগ্রীর স্পট নিলাম অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি এলাকার কোনো সড়কে বা ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী বা অন্য যেকোনো জিনিস রাখলে সেগুলো স্পট নিলামে তুলে বিক্রি করা হচ্ছে।

এরই অংশ হিসেবে রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএনসিসির অঞ্চল-৩ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেনের নেতৃত্বে স্পট নিলাম কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় আগারগাঁওস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ শাহাবুদ্দিন সড়কে (জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সামনে) রাখা একটি মিক্সার মেশিন স্পট নিলামের মাধ্যমে ৩৬ হাজার ৫০০ টাকা বিক্রি করা হয়। অপরদিকে ফুটপাতে মিনারেল ওয়াটার ও কুলিং ফ্রিজ রাখায় সেগুলো স্পট নিলামে ৬ হাজার টাকায় বিক্রি করা হয়।

এছাড়া অভিযানে অবৈধভাবে স্থাপিত ২০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। সড়ক ও ফুটপাতে থাকা অবৈধ সামগ্রী জব্দ ও স্পট নিলামে ডিএনসিসির অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর