ভেজাল পণ্য তৈরি, ২ কারখানা মালিককে ৩ লাখ টাকা জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-31 04:33:04

কুষ্টিয়ায় ভেজাল পণ্য তৈরি করায় ২ কারখানা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১২ কুষ্টিয়ার সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মো. মোস্তাফিজুর রহমান ও জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া বাড়াদী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহারকারী একটি কারখানা থেকে ভেজাল পণ্য, হারপিক, গ্লাস ক্লিনার, টাইলস ক্লিনার, সিগারেটসহ আরও অনেক পণ্য জব্দ করা হয়। কারখানাটি মিসফলা কনজুমার নামে বিভিন্ন ভেজাল পণ্য বাজারে বিক্রি করে আসছিল।

এছাড়া পাশেই জুগিয়া কদমতলা মোড়ে আরেকটি কারখানায় বেঙ্গল কসমেটিকসের নাম ব্যবহার করে ভেজাল পণ্য তৈরি করা হচ্ছিল। এ কারণে মিসফলা কনজুমারের মালিককে ২ লাখ টাকা ও বেঙ্গল কসমেটিকসের নাম ব্যবহার করায় ওই কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভেজাল পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

কুষ্টিয়া জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর