এনআইডি জালিয়াতি করে জমি বিক্রি, আরো ১জন গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-20 05:07:27

কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি করে জমি বিক্রির অন্যতম হোতা মহিবুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শহরের নবাব সিরাজদ্দৌলা সড়কের একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মহিবুল ইসলাম পেশায় একজন হার্ডওয়্যার ব্যবসায়ী। তিনি কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকার হাজী মোহাম্মদ আলীর ছেলে।

জানা গেছে, সম্প্রতি এনআইডি জালিয়াতির মাধ্যমে মালিক সেজে প্রায় শত কোটির জমি বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করে একটি চক্র। এর মধ্যে প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি বিক্রিও হয়ে গেছে। এ নিয়ে কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হলে বিষয়টি আলোচনায় আসে।

পরে এসব সম্পদের প্রকৃত মালিক শহরের নবাব সিরাজদ্দৌলা সড়কের বাসিন্দা এমএম ওয়াদুদ কুষ্টিয়ার মডেল থানায় ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন। গ্রেফতার হওয়া মহিবুল এই চক্রের অন্যতম হোতা।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, জমি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ও জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় এক যুবলীগ নেতাসহ ছয়জনকে আটক করা হয়।

এ সম্পর্কিত আরও খবর