স্থগিত হওয়া গোয়ালন্দ ও চরভদ্রাসন উপজেলা নির্বাচন ১০ অক্টোবর

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-23 07:52:22

করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া রাজবাড়ীর গোয়ালন্দ ও ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ-নির্বাচন আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পত্রে জানানো হয়, স্থগিত হওয়া রাজবাড়ীর গোয়ালন্দ ও ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ উপ-নির্বাচন আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। চলতি বছরের ২৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো গোয়ালন্দ ও চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। তবে প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে ২৩ মার্চ নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনজন প্রার্থী। এরা হলেন ক্ষমতাশীল আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের জ্যৈষ্ঠ সহ-সভাপতি মো. মোস্তফা মুন্সি (নৌকা), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল (ঘোড়া) এবং বিএনপি মনোনীত মাহবুব আলম (ধানের শীষ)।

এ সম্পর্কিত আরও খবর