ভ্রমণ স্বাচ্ছন্দপূর্ণ করতে 'ট্রাভেল আইসল্যান্ড'

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 16:21:32

বাঙালি ভ্রমণ পিপাসু জাতি হিসেবেই পরিচিত। তবে শুধু বাঙালি নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর বাংলাদেশেও বেড়াতে আসেন অসংখ্য পর্যটক। দেশ-বিদেশে ভ্রমণে আনন্দের পাশাপাশি রয়েছে নানান প্রতিকূলতা। ভিসা জটিলতা, টিকিট সংকটসহ বিভিন্ন সমস্যায় আনন্দের ভ্রমণ অনেকসময় দুঃসহ হয়ে উঠে। আর এসব জটিলতাকে অনেকটাই সহজ করে দিচ্ছে 'ট্রাভেল আইসল্যান্ড'। ভ্রমণ পিপাসুসহ নানান কাজে দেশ-বিদেশে ভ্রমণ করা যাত্রী ও পর্যটকদের জন্য নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠার দেড় বছর অতিক্রম করেছে ট্রাভেল আইসল্যান্ড। তবে যাত্রীদের আস্থায় অনেকটাই সফল এই প্রতিষ্ঠানটি। কর্ণধারের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে।

ট্রাভেল আইসল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাম হোসাইন জানান, দীর্ঘ আট বছর যাবত এই সেক্টরে কাজ করছি। ইতিপূর্বে স্বনামধন্য একটি ট্রাভেল এজেন্সিতে দীর্ঘদিন কাজ করার পর আমি নিজ উদ্যোগেই একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এখানে হোটেল বুকিং, বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং, ইন্টারন্যাশনাল ও ডোমেস্টিক টিকিট, ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ট্যুরের ব্যবস্থা থাকছে। দীর্ঘদিন ধরে এই সেক্টরে সততার সঙ্গে কাজ করছি। আমার গ্রাহকরা এ বিষয়ে ভালো বলতে পারবেন, কারণ দীর্ঘদিন ধরে আমি তাদের সঙ্গে কাজ করছি। আমি সততার সঙ্গে কাজ করতে চাই। রাতারাতি বড়লোক হওয়ার মতো ব্যবসা আমি করতে চাই না।

তিনি আরও বলেন, করোনাকালীন সময়ে পর্যটক ছিলো না দীর্ঘদিন। তবে এখন পর্যটকরা দেশের বিভিন্ন স্থানে ঘুরতে বের হচ্ছেন। তাই আমরা দেশের মধ্যেই সুন্দরবন ও সাজেক ভ্যালী ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছি। আর করোনা পরবর্তী সময়ে আমরা দেশের বাইরেও আকর্ষণীয় প্যাকেজ রাখার পরিকল্পনা করেছি। এছাড়াও যেসব দেশে বাংলাদেশীদের যাত্রায় বাধা নেই, সেসব দেশের ভিসা প্রক্রিয়াগুলোও আমরা সম্পন্ন করে দিচ্ছি।

বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়া:

করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা। তবে কিছু কিছু দেশ বাংলাদেশের নাগরিকদের প্রবেশের সুযোগ রেখেছে। যেসব দেশ বাংলাদেশের নাগরিকদের সেদেশে ভ্রমণের অনুমতি দিয়েছে, সেসব দেশে ভ্রমনেচ্ছুদের ভিসা প্রক্রিয়ার কাজ করছে ট্রাভেল আইসল্যান্ড। বর্তমানে চারটি দেশের ভিসা প্রক্রিয়া চালু রয়েছে জানিয়ে ট্রাভেল এজেন্সিটি জানিয়েছে অভিজ্ঞ কনসালটেন্টের মাধ্যমে তারা সেসব দেশের ভিসা প্রক্রিয়াগুলো সম্পন্ন করে দিচ্ছেন।

সাজেক ও সুন্দরবন ভ্রমণ প্যাকেজ:

করোনাভাইরাসের কারণে স্থবির বিশ্ব কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। ফলে অন্য সব সেক্টরের মতো পর্যটন সেক্টরও প্রাণ ফিরে পাচ্ছে। পর্যটকদের ভ্রমণ পিপাসা মেটাতে চমকপূর্ণ দুইটি প্যাকেজ নিয়ে এসেছে ট্রাভেল আইসল্যান্ড। সাজেক ও সুন্দরবনের আকর্ষণীয় দুইটি প্যাকেজ রেখেছে প্রতিষ্ঠানটি।

সুন্দরবন ভ্রমণ প্যাকেজ

এরমধ্যে এসিযুক্ত জাহাজে সুন্দরবন ভ্রমণ প্যাকেজটি দুই রাত তিন দিনের, যার জনপ্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার টাকা। আর মেঘের রাজ্য সাজেক ভ্যালী ভ্রমণ প্যাকেজ মূল্য শুরু হবে ৫ হাজার ৪৯৯ টাকা থেকে। ট্যুরের প্যাকেজগুলোতে ২২টি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা নিতে পারবেন পর্যটকরা।

সাজেক ভ্রমণ প্যাকেজ

করোনা পরবর্তী সম্ভাব্য ভ্রমণ প্যাকেজ:

বাংলাদেশ থেকে প্রতিবছর অসংখ্য বাংলাদেশি পর্যটক বিভিন্ন দেশে ঘুরতে যান। তবে চলতি বছর করোনাভাইরাসের কারণে এ সংখ্যা নেই বললেই চলে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করলেই বিদেশগামী পর্যটকের সংখ্যা বাড়বে বলে ধারনা করছেন ট্রাভেল সংশ্লিষ্টরা। আর বিদেশগামী এসব পর্যটকদের জন্য বিশেষ চমক রাখার পরিকল্পনা রয়েছে ট্রাভেল আইসল্যান্ডের। করোনা পরবর্তী সময়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই এই চারটি দেশকে ভিত্তি করে চমকপূর্ণ কিছু প্যাকেজের পরিকল্পনা রয়েছে তাদের। প্রতিষ্ঠানটির কর্ণধারের এই চারটি দেশে একাধিকবার ট্যুর প্যাকেজের অভিজ্ঞতা রয়েছে, ফলে সেসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যটকদের জন্য চমক রাখতে চাইছে ট্রাভেল আইসল্যান্ড।

ট্রাভেল আইসল্যান্ডের যোগাযোগ ঠিকানা হচ্ছে- রুপসা টাওয়ার, ১৩ তলা, বাড়ি: ০৭, রোড: ১৭, বনানী সি/এ, ঢাকা। অথবা ০১৭৬৬৬৮২৪১১ নম্বরে কল করে ও নিজস্ব ফেসবুক পেইজের https://www.facebook.com/travelislandbd/ মাধ্যমেও যোগাযোগ করা যাবে।

এ সম্পর্কিত আরও খবর