চট্টগ্রামের আসকার দীঘি এলাকার বস্তিতে আগুন, মৃত ১

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-17 15:21:20

চট্টগ্রামের আসকার দীঘির পশ্চিম পাড়ে লোকনাথ বাবার মন্দিরের পাশে বস্তিতে ভয়াবহ অগ্নকাণ্ডের ঘটনায় এক ব্যাক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। আগুনে ১৫টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণ আসে রাত ৯টার দিকে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ১১টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। শুরুতে আগুনের তীব্রতা বাড়তে থাকায় কেউ কাছে যেতে পারেনি।

ভয়াবহ ওই আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তির নাম অরুণ চক্রবর্তী (৬৫)। তিনি ওই লোকনাথ মন্দিরের হিসাব রক্ষক ছিলেন।

মন্দিরের পুরোহিত বিপুল চক্রবর্তী জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ দেখেনি। তবে মন্দিরের পশ্চিম পাশের বস্তিতে প্রথম আগুন দেখা যায়। আগুন নিয়ন্ত্রণ আনতে প্রায় দশ জনের মতো স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। আগুনে মোট ১৫টি ঘর পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতি প্রায় ৫০ লাখের কম হবে না।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ফায়ার সার্ভিসের ৩টা ইউনিটের ১১টি গাড়ি এসে কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দুই ঘন্টার মতো সময় লাগে। আগুনের আটকা পরে এক ব্যক্তি মারা গেছেন। আহতদের নাম-ঠিকানা আমরা পাইনি।

 

এ সম্পর্কিত আরও খবর