কাপাসিয়ায় ৩৭ টাকার পেঁয়াজ ৮০ টাকা!

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2023-08-21 11:20:56

ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। এতে দেশের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। গাজীপুরের কাপাসিয়ায় ৩৭ টাকা কেজি দরের পেঁয়াজ সর্বোচ্চ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরের প্রধান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ক্রেতাদের অভিযোগ, ভারত থেকে দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায়, গত বছরের মতো এবারো পেঁয়াজ নিয়ে সিন্ডিকেট শুরু হয়েছে।

পেঁয়াজ কিনতে আসা মধ্যবয়সী নারী রওশন আরা বার্তা২৪.কমকে বলেন, ‘নিরুপায় হয়ে ৮০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ কিনেছি। খেয়ে তো বাঁচতে হবে। যদি দাম আরও বাড়ে তাহলেও কিনতে হবে। গত সপ্তাহে ৩৭ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি।’

আরেক ক্রেতা মানিক মিয়া জানান, দাম আরও বাড়ার আশঙ্কায় ৭৫ টাকা কেজি দরে ৫ কেজি পেঁয়াজ কিনেছেন। দোকানদাররা জানিয়েছে পেঁয়াজ আর পাওয়া যাবে না।

বিক্রেতা সিরাজুল ৪৩ টাকা কেজিতে কেনা পেঁয়াজ ৮০ টাকা কেজি বিক্রি করছেন। দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে তিনিসহ কোনো বিক্রেতাই জবাব দিতে পারেননি।

পেঁয়াজের আড়তদার মেসার্স শরীফ বাণিজ্যালয়ের পরিচালক মাছুম হোসেন বার্তা২৪.কমকে জানান, খুচরা ব্যবসায়ীদের কাছে পাইকারি ৫০ টাকা কেজি ধরে পেঁয়াজ বিক্রি করছেন তিনি। গতকাল গাজীপুর আড়ত থেকে ৩৭-৩৯ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছেন তিনি।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা বার্তা২৪.কমকে জানান, অভিযোগ পেয়ে বাজার পর্যবেক্ষণের পর দাম বৃদ্ধির সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ছয় ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে আড়তদার মেসার্স শরীফ বাণিজ্যালয়কে ৫ হাজার ও সোহাগ বাণিজ্যালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও চার খুচরা বিক্রেতাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছেন জানিয়ে ইউএনও আরও জানান, বেশি দামে যারাই পেঁয়াজ বিক্রি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর