রংপুরে দুই জঙ্গি গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-30 17:52:00

গোপনে জঙ্গি তৎপরতা ও ধর্মের অপব্যাখ্যা প্রচারের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। উভয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর সক্রিয় সদস্য।

তারা হলো- গাইবান্ধা জেলা সদরের দুর্গাপুর দালালপাড়া এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে মো. চাঁন মিয়া (৪৮) এবং একই জেলার পলাশবাড়ী উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে মো. সাইদুজ্জামান নয়ন (৪০)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ রংপুরের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোপূর্বে গ্রেফতার হওয়া জঙ্গি সদস্যদের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গাইবান্ধা সদরের পুরাতন বাজার সংলগ্ন বড় মসজিদ রোডে অভিযান চালায় র‌্যাব। সেখান ধরা পড়ে মো. চাঁন মিয়া। একই রাতে গাইবান্ধার পলাশবাড়ীর দুর্গাপুর থেকে মো. সাইদুজ্জামান নয়নকে গ্রেফতার করা হয়।

জঙ্গি সংগঠন 'আল্লাহর দল'-এর সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিয়মিত গোপন বৈঠক, সদস্য সংগ্রহ করে আসছিলো বলে স্বীকার করেছে দুইজনই।

আল্লাহর দলের নেতা মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মাহাবুব মতিন ওরফে মতিনুল হক মণ্ডলের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা।

গ্রেফতারকৃত দুই জঙ্গি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তাদের সহযোগীদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর