মামলা করতে, পুলিশ ভেরিফিকেশনে টাকা লাগে না

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-09-01 16:28:32

রাজবাড়ীর বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান বলেছেন, থানা হবে জনগণের। থানায় জিডি করতে, পুলিশ ভেরিফিকেশন ও মামলা করতে কোনো টাকা লাগে না। সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে, ইভটিজিং প্রতিরোধ করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমেই সমাজ থেকে এ সব অন্যায় ও দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। এক্ষেত্রে পুলিশের পাশাপাশি গণমাধ্যমকর্মীরা বিশেষ ভূমিকা রাখতে পারে।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রিপন, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সমীর কান্তি দাস, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ বিশ্বাস প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর