নীলফামারীতে করোনা রোগীর সংখ্যা হাজার ছাড়াল

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী | 2023-08-29 10:25:19

নীলফামারী জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ১ হাজার ৮ জন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সিভিল সার্জন ডাঃ মো. জাহাঙ্গীর কবির বার্তা২৪.কমকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮ জন হলেও সুস্থ হয়েছেন ৯৫৩ জন, চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন ও মারা গেছেন ২০ জন।

মারা যাওয়া ২০ জনের মধ্যে জেলা সদরে ৭ জন, সৈয়দপুর উপজেলায় ৬ জন, জলঢাকা উপজেলায় ৫ জন, কিশোরীগঞ্জ উপজেলার ১ ও ডোমার উপজেলায় ১ জন।

নীলফামারী সিভিল সার্জন কার্যালয়ের করোনা কন্ট্রোল রুম সুত্রে জানা যায়, জেলায় করোনা পরীক্ষার জন্য এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৩৮৪টি। গতকাল শুক্রবার রাত পর্যন্ত ফলাফল পাওয়া গেছে ৭ হাজার ৩০১টি নমুনার। বর্তমানে ফলাফল বাকি রয়েছে ৮৩টি নমুনার।

এ সম্পর্কিত আরও খবর