মানিকগঞ্জে যমুনা নদীতে ফের পানি বৃদ্ধি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-29 16:12:10

দু'দফার বন্যার পর ফের পানি বাড়ছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা পয়েন্টের যমুনা নদীতে। গেলো ২৪ ঘণ্টায় ১৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এই নদীতে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পানি উন্নয়ন বোর্ডের আরিচা যমুনা পয়েন্টের পানির স্তর পরিমাপক মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত তিন দিন যাবৎ উজানের বৃষ্টির পানিতে আরিচা যমুনা পয়েন্টের পানি বৃদ্ধি পেয়েছে। এ পয়েন্টে গেলো ২৪ ঘণ্টায় ১৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলেও এখনো তা বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইন উদ্দিন জানান, ধরলা ও তিস্তা পয়েন্টের দিকে পানি বৃদ্ধি পাওয়ায় এ পয়েন্টে পানি বেড়েছে। মূলত উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিতে পানি বেড়েছে। তবে এতে বন্যার কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর