ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে রাসেল মিয়া (৪৮) নামের এক চাঁদাবাজকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে প্রিজন ভ্যানে করে অন্যান্য আসামিদের সাথে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ধামরাই পৌর বাজার এলাকার একটি ফার্মেসিতে অবৈধ ওষুধ মজুদের অভিযোগ করে চাঁদাবাজিকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাসেল মিয়া নরসিংদী জেলার বেলাবো উপজেলার চর উল্লাবো এলাকার জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গত রাতে ওই এলাকার নাজিম মেডিকেল নামের একটি ফার্মেসিতে অবৈধ ওষুধ মজুদের অভিযোগ করে চাঁদা দাবি করে রাসেল মিয়া। সন্দেহ হলে তাকে আটক করে থানায় খবর দেয় স্থানীয় ব্যবসায়ীরা। পরে তাকে গ্রেফতার করে থানায় আনা হয়। দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা বলেন, গ্রেফতার ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।