ফুডপান্ডা বয়কট করলো রাজশাহীর রেস্তোরাঁ ব্যবসায়ীরা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-28 16:44:26

খাবার সরবরাহ কমিশন কমানো সহ কয়েকটি দাবি মেনে না নেয়ায় ফুডপান্ডা বয়কটের ঘোষণা দিয়েছে রাজশাহী রেস্তোরাঁ মালিক সমিতি।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সমিতির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে শহরের রেস্তোরাঁগুলোতে নোটিশ ঝুলিয়ে দেয়া হয়।

রেস্তোরাঁ মালিকদের পক্ষ থেকে মৌখিক এবং লিখিত দাবি মেনে না নেয়া পর্যন্ত রাজশাহীর রেস্তোরাঁগুলো ফুডপান্ডা ডেলিভারি সার্ভিস বন্ধ রাখবে।

রাজশাহী জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহম্মেদ খান জানান, গত ২৫ আগস্ট ফুডপান্ডাকে রাজশাহী রেস্তোরাঁ মালিক সমিতি কয়েকটি দাবি জানায়। দাবি জানানোর পরে কোম্পানির পক্ষ থেকে অপারগতা এবং অসহযোগিতা লক্ষ্য করা গেছে। মূলত দাবিগুলো না মানা পর্যন্ত রেস্তোরাঁ মালিকরা ফুডপান্ডাকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহম্মেদ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু, সহসভাপতি মাহাবুব আলম, অর্থ সম্পাদক শেখ আশিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আবু তাহের প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর