আশুলিয়ায় মাদক ব্যবসায়ীদের হাতে গুলিবিদ্ধ পোশাক শ্রমিক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-30 18:14:41

সাভারের আশুলিয়ায় নুর আলম নামের এক শ্রমিককে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফজর আলী। এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার চারালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আরও তিন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

গুলিবিদ্ধ নুর আলম গাজীরচট আড়িয়ারার মোড় এলাকার নার্গিস সোয়েটারের অপারেটর হিসাবে কাজ করেন।

গুলিবিদ্ধ ভুক্তভোগী নুর আলম জানান, ওই এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় রিপন, টিপু ও শামিমসহ আরও কয়েকজন পিছন থেকে তাকে শার্টের কলার ধরে এবং আমার কাছে যা কিছু আছে তা দিতে বলে। এসময় রাজি না হওয়ায় মারধর শুরু করে। পরে দৌড় দিয়ে পালানোর সময় পিছন থেকে ৩টি গুলি করে। এর একটি গুলি আমার পায়ে এসে লাগে। পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফজর আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর