এনডিএফ বিডি ময়মনসিংহ বিভাগীয় অনলাইন বিতর্ক প্রতিযোগীতা শুরু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-21 03:17:48

বাংলাদেশের বিতর্কের অন্যতম কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ) এর ময়মনসিংহ বিভাগের সকল জেলার বিতার্কিকদের নিয়ে মুজিব বর্ষ উপলক্ষে অনলাইন বিতর্ক প্রতিযোগীতা ২০২০ শুরু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় অনলাইন প্লাটফর্ম জুমে এ প্রতিযোগিতাটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী আয়োজনে এনডিএফ বিডির চেয়ারম্যান ও ইয়াং-ওয়ান কোম্পানির গ্লোবাল মার্কেটিং ম্যানেজার এ.কে.এম সোয়েবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব রাজীব কুমার সরকার, জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন- এনডিএফ বিডি ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক রবিউল ইসলাম রিমন।

উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় একটি প্রদর্শনী বিতর্ক। এর সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ কমার্স কলেজের প্রভাষক ও সংগঠনের চেয়ারম্যানের উপদেষ্টা নাহিদ মণ্ডল।

এ প্রতিযোগিতায় জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নিচ্ছে। তিনটি ক্যাটাগরিতে টানা ১৫ দিনব্যাপী চলবে এই প্রতিযোগীতা। যাতে থাকছে সনাতনী বিতর্ক, সংসদীয় বিতর্ক, বারোয়ারি বিতর্ক ও পেশাজীবী বিতর্ক ।

এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা২৪.কম।

এ সম্পর্কিত আরও খবর