আশুলিয়ায় পোশাক শ্রমিক গুলিবিদ্ধের ঘটনায় আটক ১

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট। বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-21 08:01:36

সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিক গুলিবিদ্ধের ঘটনায় ফরহাদ হোসাইন সোহাগ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফজর আলী। এর আগে সোমবার রাতে আশুলিয়ার বসুন্ধরার টেক চারালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ফরহাদ হোসেন সোহাগ একই এলাকার হরমুজ আলীর ছেলে। এর আগেও তিনি গ্রেফতার হয়েছিলেন। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, নুর আলম নামের এক শ্রমিকের অভিযোগের ভিত্তিতে ফরহাদ হোসেন সোহাগকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তার ইন্ধনে গত ২০ সেপ্টেম্বর রাতে রিপন, টিপু ও শামিমসহ কয়েকজন নুর আলমসহ কয়েকজন পোশাক শ্রমিকের ওপর হামলা করে। এক পর্যায়ে তিনটি গুলি ছুড়লে একটি পোশাক শ্রমিক নুর আলমের পায়ে লাগে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফজর আলী বলেন, ভুক্তভোগীর অভিযোগপত্র ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযুক্তদের আটকে অভিযান চলছে।

এ সম্পর্কিত আরও খবর