সোহাগ হত্যা: প্রধান দুই আসামি গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 10:29:52

রাজধানীর উত্তরখান এলাকায় কিশোর গ্যাং এর হাতে চাঞ্চল্যকর সোহাগ (২০) হত্যার প্রধান ২ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের মেজর রইসুল আজম মণি।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা হলেন রাসেল ওরফে কাটার রাসেল ও হৃদয়। দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে বিফ্রিং করে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ২৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে উত্তরখান থানার রাজবাড়ী খ্রিস্টানপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহাগকে ছুরিকাঘাত করেন একদল বখাটে। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে উত্তরা নর্দান হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও খবর