৬০ লাখ টাকা চাঁদা দাবি, কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি | 2023-08-13 17:00:46

সন্ত্রাসীদের চাঁদাবাজির অভিযোগে গত এক সপ্তাহ ধরে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ রেখেছে জেলেরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা গেছে।

জানা গেছে, সম্প্রতি আবারো বেপরোয়া হয়ে উঠেছে পাহাড়ের সন্ত্রাসীরা। চলতি মৌসুমে কাপ্তাই হ্রদে মাছ ধরতে থাকা জেলেদের কাছে সন্ত্রাসীদের পক্ষ থেকে প্রায় ৬০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিয়ে মাছ ধরলে জেলেদের অপহরণসহ গুম, খুন করা হবে বলেও হুমকি দেয়া হয়। এ কারণে আতঙ্কিত হয়ে মাছ ধরা বন্ধ রেখেছে জেলেরা। এতে গত এক সপ্তাহ ধরে প্রতিদিনই লক্ষাধিক টাকা লোকসান গুনছে রাঙামাটির প্রায় অর্ধশত মৎস্য ব্যবসায়ী।

অন্যদিকে মৎস্য আহরণ কমে যাওয়ায় এক-তৃতীয়াংশ রাজস্ব আদায় কমে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) কর্তৃপক্ষ।

রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি কবির আহাম্মদ সওদাগর জানান, জেলেদের কাছে ৬০ লাখ টাকা চাঁদা দাবি করেছে পাহাড়ের সন্ত্রাসীরা। এ কারণে ভয়ে গত এক সপ্তাহ ধরে কাপ্তাই হ্রদের সুবলং চ্যানেলে মাছ ধরা বন্ধ রেখেছে জেলেরা।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের ডেকে নিয়ে নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আমাদের জেলেরা তাতে আশ্বস্ত হতে পারছে না।’

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটি জেলার ব্যবস্থাপক লে. কমান্ডার তৌহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। আশা করছি সহসাই সমস্যার সমাধান হয়ে যাবে।’

উল্লেখ্য, কাপ্তাই হ্রদে ২৬ হাজার জেলে মৎস্য শিকারের উপর নির্ভরশীল।

এ সম্পর্কিত আরও খবর