এনএসআই ও র‌্যাবের যৌথ অভিযানে মানব পাচারকারীর মূল হোতা গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 09:05:56

এনএসআই ও র‌্যাব-৩ এর যৌথ অভিযানে ব্রুনাইয়ে মানব পাচারকারী চক্রের মূল হোতা শেখ আমিনুর রহমান হিমু গ্রেফতার হয়েছে।

ব্রুনাইয়ে মানব পাচারকারী চক্রের মূল হোতা শেখ আমিনুর রহমান হিমুকে দীর্ঘদিন যাবত এনএসআই নজরদারি করে আসছিল।

জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষদের ঠকিয়ে অবৈধ পন্থায় বিদেশে লোক পাঠানোর নামে তাদের প্রত্যেকের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। এখন পর্যন্ত তিনি প্রায় ৪০০ লোককে অবৈধভাবে ব্রুনাইয়ে পাঠিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং তারা অনেক কষ্ট করে, কাজ না পেয়ে দেশে ফিরে এসেছে। তার এই অবৈধ কাজে সহায়তা করেছে অনেক নামিদামি লোকও।

গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আমিনুর রহমান হিমুকে রোড নং- ১৭ (পশ্চিম মাথা), ব্লক- ই,বনানী, ঢাকা থেকে রাত সোয়া ১০টায় এনএসআই এর তৎপরতায় তাকে গ্রেফতার করে র‌্যাব-৩।

এ সময় তার নিকট হতে ২টি লোডেড ম্যাগজিন, সর্বমোট ৫০ রাউন্ড তাজা গুলি এবং একটি পিস্তল উদ্ধার করা হয়।এ বিষয়ে কাফরুল থানায় মামলা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরও খবর