পদ্মা সেতু রেল প্রকল্পে ক্ষতিগ্রস্তরা পেলেন পুনর্বাসনের ১০৭ কোটি টাকা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-20 22:54:44

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ৭ হাজার ৭০৫ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মোট ৩ হাজার ৯৮৯ জনকে পুনর্বাসন কার্যক্রমের আওতায় অতিরিক্ত অনুদান হিসেবে ১০৭ কোটি ৪১ লাখ ৪ হাজার টাকা প্রদান করা হয়েছে। বাকি ক্ষতিগ্রস্তদেরও পর্যায়ক্রমে সহায়তা করা হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চরে এমিটি ক্যাফেতে ক্ষতিগ্রস্ত ২৮ জন ব্যক্তির মাঝে ১ কোটি ১২ লাখ টাকার পুনর্বাসন সুবিধার চেক প্রদান করেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। এ সময় এসব কথা জানান তিনি।

এদিকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে মাদারীপুর জেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত ২ হাজার ৩৪৯ জনের মধ্যে ১ হাজার ৩৯৪ জনকে এ পর্যন্ত ৩৬ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার টাকার বিভিন্ন সুবিধা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান, প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব প্রকৌশলী ফকরুদ্দিন আহমেদ চৌধুরীসহ আরও অনেকে।

এ সম্পর্কিত আরও খবর