রাজবাড়ীতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩ হাজার

, জাতীয়

সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-28 06:22:47

রাজবাড়ীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ছাড়াল। বর্তমান রাজবাড়ীতে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩০ জন। মারা গেছেন ২৪ জন। জেলার ৫টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সদর উপজেলাতে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।

তিনি জানান, সর্বশেষ ৮১টি নমুনার মধ্যে আজ নতুন করে ৭ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সদরে ৫ জন, পাংশা ও বালিয়াকান্দিতে ১ জন করে। গোয়ালন্দ ও কালুখালীতে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। নতুন ৭ জন দিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩১ জন।

এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ১ হাজার ৬২৩ জন, পাংশা উপজেলায় ৬৩৯ জন, কালুখালী উপজেলায় ২১৮ জন, বালিয়াকান্দি উপজেলায় ৩০৪ জন এবং গোয়ালন্দ উপজেলায় ২৪৭ জন।

এ সময় তিনি আরো জানান, রাজবাড়ীতে পজিটিভ রোগী শনাক্তের হার ৮.৬৪ %। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩০ জন। মারা গেছেন ২৪ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ২৬৯ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ৮ জন।

উল্লেখ্য, দেশে ৮ মার্চ ৩ জন প্রথম করোনা রোগী শনাক্ত হলেও রাজবাড়ীতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১১ এপ্রিল।

এ সম্পর্কিত আরও খবর