পদ্মায় নৌকাডুবি: নৌকার মালিক ও মাঝির নামে নৌপুলিশের মামলা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-09-01 02:07:02

রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনায় নৌকার দুই মালিক ও মাঝির বিরুদ্ধে মামলা দায়ের করেছে নৌ-পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মহানগরীর দামকুড়া থানা নৌ-পুলিশের কনস্টেবল শরিফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- নৌকার মালিক ঈসা, মিলন ও নৌকার মাঝি সুমন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ। তিনি জানান, পদ্মায় নৌকা ভ্রমণে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা হলেও শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তারা যাত্রীদের লাইফ জ্যাকেট না পরিয়ে নৌকায় উঠান। অবহেলার জন্য নৌকাডুবির ঘটনায় মালিক ও মাঝির নামে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা (২০) ও তার ফুপাতো ভাই রিমনের (১৪) এখনও সন্ধান মেলেনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পদ্মায় উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বার্তা২৪.কম-কে বলেন, ঘটনার পর থেকে রাত ১১টা পর্যন্ত টানা উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। আবহাওয়া প্রতিকূল থাকায় রাতে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়। আজ সকাল সাড়ে ৭টা থেকে ফের পদ্মায় নিখোঁজদের সন্ধানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মাঝি ও ১২ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। পরে মাঝিসহ ১১ জন উদ্ধার হলেও বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুপাতো ভাই রিমন নিখোঁজ রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর