পানি বাড়ছে মানিকগঞ্জের ধলেশ্বরী, কালিগঙ্গা ও যমুনা নদীতে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-28 04:10:02

দু’দফা বন্যার পর ফের পানি বাড়ছে মানিকগঞ্জের ধলেশ্বরী, কালিগঙ্গা এবং যমুনা নদীতে। এতে করে চরম দুশ্চিন্তায় দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। তবে এসব নদ-নদীতে পানি বাড়লেও নতুন করে বন্যার সম্ভাবনা নেই বলে দাবি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা পয়েন্টের পানির স্তর পরিমাপক মো. ফারুক হোসেন বলেন, গেলো ২৪ ঘণ্টায় যমুনা নদীর আরিচা পয়েন্টে ৪ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে এখনো বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার নিচ দিয়ে যমুনা নদীর পানি প্রবাহিত হচ্ছে বলে জানান তিনি।

সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদীর তিল্লী পয়েন্টের পানির স্তর পরিমাপক দেলোয়ার হোসেন বলেন, গেলো ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ২ সেন্টিমিটার পানি বেড়েছে। এ পয়েন্টে পানির বিপৎসীমা হচ্ছে ৮ দশমিক ৯৯ সেন্টিমিটার। সকাল ৯টা পর্যন্ত এ পয়েন্টে ৭ দশমিক ৫৮ সেন্টিমিটার রয়েছে বলে জানান তিনি।

ঘিওর উপজেলার কালিগঙ্গা নদীর তরা পয়েন্টের পানির স্তর পরিমাপক মো রফিকুল ইসলাম বলেন, এ পয়েন্টে ৮ দশমিক ৩৮ সেন্টিমিটারকে বিপৎসীমা হিসেবে ধরা হয়ে থাকে। এ পয়েন্টে গেলো ২৪ ঘণ্টায় ২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে ৭ দশমিক ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এসব বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইন উদ্দিন জানান, উজানের পানির ঢল ও উত্তরাঞ্চলের নদ নদীতে পানি বৃদ্ধির ফলে যমুনাসহ জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এতে বন্যার সম্ভাবনা নেই বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর