এমসি কলেজে ধর্ষণ: সীমান্তে কড়া নজরদারি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ | 2023-08-29 08:50:44

সিলেটের এমসি কলেজে স্বামীর কাছ থেকে নববধূকে ছিনিয়ে নিয়ে গণ-ধর্ষণের ঘটনায় আসামিদের গ্রেফতারে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে প্রধান আসামি সাইফুর রহমানসহ দুইজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করেছিল মামলার অন্যতম আসামি অর্জুন লস্কর। যদিও তার শেষ রক্ষা হয়নি। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সিলেট গোয়েন্দা পুলিশ সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেফতার করে। তবে অর্জুনের দেশ থেকে পালানোর চেষ্টার বিষয়টি নিয়ে আরো সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। অন্য আসামিরা যেন দেশ থেকে পালাতে না পারে সেজন্য হবিগঞ্জ সীমান্তে কড়া নজরদারি রাখা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আসামিদের ধরতে ও দেশ থেকে যেন পালাতে না পারে এজন্য সীমান্তে পুলিশের পাশাপাশি কাজ করছেন বিট পুলিশের সদস্য ও নিজস্ব সোর্স।

এ ব্যাপারে চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) চম্পক ধান বলেন- ‘আমাদের পার্শ্ববর্তী উপজেলা মাধবপুর সীমান্ত দিয়ে এক আসামি পালানোর চেষ্টা করেছিল। তাই আমরা চুনারুঘাট সীমান্তে নজরদারি বাড়িয়েছি। পুলিশের পাশাপাশি বিট পুলিশের নেতৃবৃন্দ ও নিজস্ব সোর্স কাজ করছে সীমান্তে।’

তিনি বলেন- ‘মামলার অন্যতম আসামি শাহ্ মাহবুবুর রহমান রনির বাড়ি হবিগঞ্জ। সে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনিপাড়া গ্রামের শাহ্ জাহাঙ্গীরের ছেলে। যেহেতু সে চুনারুঘাটের পার্শ্ববর্তী উপজেলার ছেলে সেহেতু এদিকে সীমান্ত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।’

শায়েস্তাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. আল-মামুন বলেন- ‘এখন পর্যন্ত সিলেট থেকে আমাদের কাছে কোনো কাগজপত্র আসেনি। তবে যেহেতু এটি জাতীয় ইস্যু সেহেতু আমরা বিষয়টি কাগজের মধ্যে সীমাবদ্ধ রাখিনি। তাকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে। এছাড়া রনির বাড়িতেও কঠোর নজরদারি রয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর