আদালতের গারদ খানায় সাহেদ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 15:29:56

রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদ ওরফে মো. সাহেদ করিমের অবৈধ অস্ত্র ও গুলি রাখার অভিযোগে মামলার রায় ঘোষণা করা হবে দুপুরে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রায় শুনাতে আদালতে ১২টা ৩২ মিনিটে সাহেদকে নিয়ে আসা হয়েছে। এখন তাকে আদালতের গারদ খানায় রাখা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বার্তা২৪.কমকে জানান, সোমবার দুপুর ২টা নাগাদ রায় ঘোষণা করা হতে পারে। ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েস এ রায় ঘোষণা করবেন। গত ২০ সেপ্টেম্বর মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে বিচারক এই দিন ঠিক করেন।

করোনা টেস্ট না করে ভুয়া রিপোর্ট এবং নেগেটিভ ও পজিটিভ সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে সাহেদকে গত ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর পর তার বিরুদ্ধে অস্ত্র, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে প্রায় ১০টি মামলা হয়েছে।

এর মধ্যে অস্ত্র মামলার রায়ই প্রথম ঘোষণা করতে যাচ্ছেন আদালত। তার আগে গত ২৭ আগস্ট এ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। পুলিশ চার্জশিট দাখিল করে ৩০ জুলাই। আর আদালত ১৪ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

এ সম্পর্কিত আরও খবর