চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতে ৭৬ গাড়ির বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 01:59:40

বিআরটিএ' র ভ্রাম্যমাণ আদালতে ৭৮টি মামলা দেওয়া হয়েছে।  সেই সঙ্গে ১ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা হিসেবে আদায় করা হয়েছে। (শনিবার) ৮ সেপ্টেম্বর দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক মীর পরিচালিত যানবাহনের মোবাইল কোর্টে  ৫২ টি মামলা করা হয়েছে। সেই সঙ্গে জরিমানা ১ লাখ ২৩ হাজার ৭০০ টাকা, ডাম্পিং করা হয়েছে ১৬ টি গাড়ি। গাড়ির ডকুমেন্টস জব্দ  হয়েছে ৪ টির।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. মনজুরুল হক জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মামলা দিয়েছেন ৩৫টি। এখন পর্যন্ত জরিমানা আদায় হয়েছে ৫২ হাজার ৬০০ টাকা। গাড়ি ডাম্পিং করেছেন ১০ টি। ডকুমেন্ট জব্দ করছেন ৪টি পরিবহনের। একজন অপ্রাপ্তবয়স্ক চালককে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর