অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে মন্ত্রীসভায় শোক প্রস্তাব গ্রহণ

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 14:16:39

রাষ্ট্রের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে মন্ত্রীসভায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকের শুরুতেই মাহবুবে আলমের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রীসভার বৈঠকে বক্তব্য রাখেন।

শুরুতেই মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার (মাহবুবে আলম) মৃত্যু আমাদের জন্য একটা বিরাট ক্ষতি। রাষ্ট্রের জন্য ক্ষতি। কারণ তার প্রজ্ঞা জ্ঞান মেধা আমাদের দেশের জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় সবকিছু বিবেচনা করতেন। অনেক জটিল কাজগুলো ভালো ভাবে সমাধান করেছিলেন।

তিনি বলেন, 'এই কয়েকটা বছর আমরা অনেক চড়াই উৎরাই পার হয়ে এই সময়ে এসেছি। এই সময়ে নানা ধরেনর ঘাত-প্রতিঘাত মোকাবেলা করেই তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসাবে তিনি অত্যন্ত সফলতার সাথে কাজ করে গেছেন। আমরা গভীর শোক জানাচ্ছি। মন্ত্রীসভার পক্ষ থেকে শোক প্রস্তাব গ্রহণ করছি'।

এ সম্পর্কিত আরও খবর